বাজেটের আগে কেন্দ্রের উপহার, আরও সস্তা হল রান্নার গ্যাসের সিলিন্ডার
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ১.৪৬ টাকা। দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৪.৯৯ টাকা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ১.৪৬ টাকা। দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৪.৯৯ টাকা।
ভর্তুকিহীন সিলিন্ডারের দর কমল ৩০ টাকা। দিল্লিতে মিলছে ৬৫৯ টাকায়।
গত তিন মাসে লাগাতার কমেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। গত ৩১ ডিসেম্বর ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম কমেছিল ৫.৯১ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমেছিল ১২০.৫০ টাকা।
তার আগে ১ ডিসেম্বর ভর্তুকিযুক্ত সিলিন্ডার ও ভর্তুকিহীন সিলিন্ডার সস্তা হয়েছিল যথাক্রমে ৬.৫২ ও ১৩৩ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফায়দা গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বছরে ১২টি ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পান গ্রাহকরা।