Madhumita Sarcar: পরনে ব্রালেট, হাতে বিয়ারের গ্লাস, কার সঙ্গে সাগরপাড়ে মধুমিতা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোয়ায় ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
গোয়ায় কখনও বিকিনি পরে তিনি ধরা দিচ্ছেন স্যুইমিং পুলে কখনও আবার সমুদ্রের পাড়ে।
গোয়ায় একাই গাড়ি চালাতে দেখা যাচ্ছে নায়িকাকে। নায়িকার স্যোয়াগ দেখেই বোঝা যাচ্ছে যে, একেবারে ছুটির মুডে মধুমিতা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে ডায়েট ভুলে তিনি মেতেছেন গোয়ানিজ খাবার চেখে নিতে।
হাতে বিয়ারের গ্লাস, সাদা কুরুশে বোনা ব্রালেটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মধুমিতা।
গোয়ার নাইট লাইফও চুটিয়ে এনজয় করছেন নায়িকা।
তবে কারোর সঙ্গে নয়, সোলোট্রিপেই গিয়েছেন মধুমিতা। এই প্রথম নয়, মাঝে মাঝেই সোলোট্রিপে বেরিয়ে পড়েন তিনি।