Photos: Kareena থেকে Shilpa- গণেশ চতুর্থীর সেলিব্রেশনে বি-টাউন
মুম্বইয়ে গণেশ চতুর্থীর সেলিব্রেশনে স্ত্রী ও পুত্র-সহ গোবিন্দা।
ছেলে লক্ষ্য কাপুরের সঙ্গে সিদ্ধিদাতার পুজোয় তুষার কাপুর।
বাড়িতে গণপতি মূর্তির সঙ্গে সুন্দর ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা কাপুর।
গণেশ বন্দনার পর গজাননের কাছ থেকে আর্শীবাদ নিচ্ছেন রিয়া চক্রবর্তী।
রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজার গণেশ চতুর্থীর উদযাপনে সোহেল খানের বাড়িতে উপস্থিত হলেন।
বাড়িতে গণপতি বাপ্পার আরাধনায় অর্পিতা খান ও আয়ুশ শর্মা।
গণেশ আরাধনায় ট্র্যাডিশনাল পোশাকে কাজল।
হালকা পিঙ্ক রঙা শাড়িতে গণেশ চতুর্থী উদযাপনে সোনালি বেন্দ্রে।
পরিবারের সঙ্গে গণেশ পুজোয় মেতেছেন সোনু সুদ।
হলুদ রঙা সালোয়ার স্যুটে গজাননের আরাধনায় অনন্যা পাণ্ডে।
সোহা আলি খান তার এবং তার মেয়ে ইনায়া খেমু ছবি শেয়ার করে তার অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন।
গণেশের আশীর্বাদ নিতে কারিনা কাপুর খান, সাইফ আলি খান এবং তৈমুর আলি খান সাদা রঙে জামায় তৈরি হয়েছেন।
শিল্পা শেঠি কুন্দ্রা প্রতি বছর তার পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করেন। তিনি তার দুই সন্তান ভিয়ান রাজ কুন্দ্রা এবং সামিশা শেঠি কুন্দ্রা এবং ভগবান গণেশের মূর্তির সঙ্গে নিজেদের ছবি শেয়ার করেছেন।
মাধুরী দীক্ষিত নেনে একটি সুন্দর বেনারসি শাড়ি এবং ভারী গহনায় সেজে গণেশের কাছে প্রার্থনা করার একটি ভিডিও শেয়ার করেছেন।