আজ রাত ১২টা বাজলেই অচল হয়ে যাবে পুরনো এসবিআই কার্ড, জানেন তো!

Mon, 31 Dec 2018-2:04 pm,

আজকে তারিখটা মনে আছে তো! কেন মনে থাকবে না। বর্ষশেষ। দেদার আনন্দ, পার্টি-সাটি। রাত বারোটা বাজলেই নতুন বছরে পড়ছি। কিন্তু এটা জানেন তো, নতুন বছরের পড়ার সঙ্গে সঙ্গে আপনার পুরনো এসবিআই এটিএম কার্ড (ম্যাগস্ট্রিপ) বাতিল হয়ে যাচ্ছে! ওই এটিএম কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন না!

হ্যাঁ, আজ ৩১ ডিসেম্বর শেষ তারিখ ম্যাগস্ট্রিপ কার্ড (অর্থাত্ যে কার্ডে চিপ নেই) অচল হতে। এর আগে ৩১ ডিসেম্বরের মধ্যে ডেবিট এবং ক্রেডিট কাড আপডেট করার জন্য একাধিক বার জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ম্যাগনেটিক স্ট্রিপ বা পুরনো ডেবিট এবং ক্রেডিট কার্ড চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাতিল হচ্ছে।

ম্যাগনেটিক স্ট্রিপের পরিবর্তে নিয়ে আসা হয়েছে ইএমভি চিপ প্রযুক্তির কার্ড। যা পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত। বিশেষজ্ঞদের দাবি, ওই চিপ নকল করা কঠিন হ্যাকারদের কাছে।

৩১ডিসেম্বরের পর নয়া কার্ড আবেদন করলে, দেরির জন্য জরিমানা গুনতে হতে পারে গ্রাহকদের।

কীভাবে আবেদন করবেন ডেবিট কার্ড?

এসবিআই নেটব্যাঙ্কিং গিয়ে ‘ইসার্ভিস’ যেতে হবে। এর পর এটিএম সিলেক্ট করে ডেবিট বা ক্রেডিট কার্ড আবেদন করতে পারেন।

আবেদন করার পরও যদি এখন পর্যন্ত নতুন কার্ড হাতে না পেয়ে থাকেন, তাহলে সত্ত্বর যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআইয়ের শাখায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link