Maha Kumbh Mela 2025: গঙ্গা-যমুনা-সরস্বতীর মিলনস্থলেই এবার মহাকুম্ভ! কবে শুরু? কবে শেষ? জেনে নিন মেলার সমস্ত খুঁটিনাটি...
এবারের এই পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। প্রসঙ্গত পৌষ পূর্ণিমা পড়ছে এদিনই, মানে, এই ১৩ জানুয়ারি তারিখেই।
মেলা শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। ঘটনাচক্রে এদিনই শিবরাত্রি।
মকর সংক্রান্তির প্রথম শাহি স্নান ১৪ জানুয়ারি। যা এবার কুম্ভমেলার মধ্যেই পড়ছে।
এবারে মোট ছ'টি স্নানের তারিখ। ১৩ ও ১৪ জানুয়ারি ছাড়াও রয়েছে আরও ৪টি তারিখ। ২৯ জানুয়ারি-- ওইদিন মৌনী অমাবস্যা। ৩ ফেব্রুয়ারি-- ওইদিন বসন্ত পঞ্চমী, ১২ ফেরব্রিয়ারি-- ওই দিন মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি-- ওই দিন মেলার শেষ দিন এবং ঘটনাচক্রে ওই দিন আবার শিবরাত্রি।
'বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ' হিসেবে বিবেচিত হয় কুম্ভ মেলা। এই মেলাটি ইউনেস্কোর 'মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা'র অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৯ সালের কুম্ভ মেলায় ২০ কোটি (২০০ মিলিয়ন)-রও বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় ৫ কোটি মানুষ অংশগ্রহণ নিয়েছিলেন! ভাবা যায়! এটি 'বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগম'গুলির একটি হিসেবেও স্বীকৃত।
এই বিজ্ঞান ও যুক্তির যুগেও কী আশ্চর্য এই ভারত! এখনও তার রন্ধ্রে রন্ধ্রে ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতির নিবিড় ও গভীর ছাপ। এখনও এই ভারত বাকি বিশ্বের কাছে এক বিস্ময়!