Mahalaya Amavasya 2024: মহালয়ার দিনেই কপালে বিপদের আশঙ্কা? কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে?

Tue, 24 Sep 2024-1:47 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকে কাঠি পড়ল বলে। এ বছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ সূচনা হয়। তবে আশ্বিন অমাবস্যা বা মহালয়া অমাবস্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় সনাতন ধর্মে। 

আশ্বিন অমাবস্যাকে মহালয়া অমাবস্যা ছাড়াও সর্ব পিত্র অমাবস্যা ও পিত্র বিসর্জনী বলা হয়ে থাকে। ১ অক্টোবর মঙ্গলবার রাত ৯ টা ৩৯ মিনিটে পড়ছে মহালয়ার অমাবস্য়া তিথি। তিথি শেষ হবে ৩ অক্টোবর।

বৃহস্পতিবার দুপুর ১২.১৮ মিনিটে শেষ হবে মহালয়ার অমাবস্য়া তিথি। ১ অক্টোবর রাত ৯/৪/৪৯ মিনিট অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং থাকছে ২ অক্টোবর রাত ১১/৫/৩৭ মিনিট পর্যন্ত। 

মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জলদান করার রীতি রয়েছে। পিতৃপুরুষদের স্মরণ করার দিন, সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন।

শাস্ত্র মতে বিশ্বাস করা হয়, সূর্য কন্যারাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষ মর্ত্যলোকে নেমে আসেন।

আশ্বিন অমাবস্যা সঠিক নিয়ম মেনে পালন করলে ইশ্বরের অনুগ্রহ পাওয়া যায়। সৌভাগ্য ও সুখশান্তি বজায় থাকে জীবনে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link