‘আস্থাভোটের জন্য তৈরি আমরাও’
বল এখন বিজেপির কোর্টে। বুধবার পাঁচটার মধ্যে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে ফডণবীস সরকারকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিজেপির বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। পাল্টা মুখ খুললেন মহারাষ্ট্র বিজেপির প্রধান।
রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল সংবাদমাধ্যমে বলেন, আমরাও তৈরি। সুপ্রিম কোর্টের রায়কে শ্রদ্ধা করি। আস্থাভোটের জন্য আমরা তৈরি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব।
আস্থাভোট নিয়ে দেবেন্দ্র ফডণবীসের পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিজেপি নেতা রাও সাহেব দাভে। তিনি বলেন, আমরা সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে পারব। আজ রাত ৯টা গারওয়ারে ক্লাবে বৈঠকে মিলিত হবেন বিজেপি বিধায়করা।
সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরই দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে এসে হাজির হন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিজেপির কোর কমিটির মিটিংয়ে হাজির হন তিনি।
নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫ আসন। কিন্তু তাদের দাবি, বিজেপির সঙ্গে রয়েছে ১৭০ বিধায়ক। আজকের বৈঠকে ওই ১০৫ জনেক যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।