ছবি: মহারাষ্ট্রে বিজেপি হাওয়া হতেই মমতার হোয়াটসঅ্যাপ স্টেটাসে `গেরুয়ামুক্ত ভারত`

Sutapa Sen Wed, 27 Nov 2019-6:22 pm,

সুতপা সেন: মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিবসেনা-এনসিপি ও কংগ্রেস। আরও একটা রাজ্য হাতছাড়া হল বিজেপির। ২০১৭ সালে গোটা দেশে ৭১ শতাংশ এলাকা ছিল গেরুয়া। তা কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। এরপরই হোয়াটসঅ্যাপে স্টেটাস পরিবর্তন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

একটি মানচিত্র ঘোরাফেরা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, ক্রমশ কমছে বিজেপি শাসিত রাজ্যের সংখ্যা। বিজেপি শাসিত এলাকা ৭১ থেকে কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।

ওই মানচিত্রটিই হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ ডিপি 'জয় হিন্দ, জয় বাংলা।' লোকসভা ভোটের শেষ দফার আগে অমিত শাহের রোড শোয়ের সময় বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রে মূর্তি ভাঙার ঘটনায় বাঙালি অস্মিতা উস্কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান দিয়েছিলেন, 'জয় বাংলা।' 

বলে রাখি, মহারাষ্ট্রে জোট সরকারের শপথগ্রহণে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিবসেনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৃণমূল নেত্রীর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link