চালু হল মহেশতলা উড়ালপুল, উদ্বোধন করলেন ফিরহাদ-অভিষেক
মহেশতলা থেকে জিঞ্জিরে বাজার ফ্লাইওভার উদ্ধোবধন হল।
ডায়মন্ড হাবরার লোকসভার কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সেতুর উদ্বোধন করেন।
ছিলেন মহেশতলা বিধানসভার কেন্দ্রের বিধায়ক দুলাল দাস, বজবজ বিধান সভা কেন্দ্রের বিধায়ক অশোক দেব, মেটিয়াবুরুজের বিধায়কও।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ শুধু কলকাতা নয়, বাংলার মধ্যে দীর্ঘতম ফ্লাইওভার মহেশতলা ফ্লাইওভার।”
৩৫৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ফ্লাইওভার ৭ কিলোমিটার দীর্ঘ।
এই উড়ালপুলে ২৬৮ টি স্তম্ভ ও ২৬৯ টি স্ল্যাব রয়েছে।
উড়ালপুলটি তৈরি হওয়ায় মহেশতলা, বজবজ, সাতগাছিয়া, বাওয়ালি, বাখরাহাট, পূজালি, বিষ্ণুপুর এলাকার মানুষের সুবিধা হবে।