দামি ক্রিম লাগবে না, ত্বকে জেল্লা আনতে ঘরেই বানিয়ে ফেলুন ফেসমাস্ক

Sat, 22 Feb 2020-11:00 pm,

ঘরের বাইরে মুখের ত্বক উজ্জ্বল রাখতে সব মহিলাই বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট ব্য়বহার করেন। এই সব জিনিস ব্য়বহার করে সুন্দর লাগলেও, এগুলি আমাদের ত্বকের জন্য় কতটা ভাল বা কতটা ক্ষতিকর তা আমরা জানি না! ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্য়াক ব্য়বহার করে পেয়ে যান উজ্জ্বল ত্বক।

 একটি কলাকে ভাল করে পেস্ট করে নিতে হবে। এর সঙ্গে ডিমের সাদা অংশ ও টক দই ভাল করে মিশিয়ে নিন। এর পর মিশ্রনটি ভাল করে মুখে ও গলায় লাগিয়ে নিন। কলায় প্রচুর পরিমাণে ভিটামন-সি, পটাশিয়াম ও অ্য়ান্টি-অক্সিডেন্ট থাকে। যা ত্বকের জন্য় খুবই উপকারি। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করে এই ফেস প্য়াকটি ব্য়বহার করুন। 

একটি পাত্রে কিছুটা বেসন নিন। এর সঙ্গে কিছুটা লেবুর রস, হলুদ ও গোলাপ জল মিশিয়ে নিন। বেসন আমাদের মুখ পরিষ্কার করে ও মৃত কোষ দূর করে। এছাড়াও মুখ থেকে তেল এবং ট্য়ান দূর করে। হলুদে যেহেতু অ্য়ান্টি ব্য়াকটেরিয়াল উপাদান থাকে,তাই ব্রন প্রতিরোধ করে। মিশ্রনটি শুকিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। 

কিছুটা শশার রসের সঙ্গে তরমুজের রস মিশিয়ে নিন। তাতে দিন দই ও গুড়ো দুধ। এই মিশ্রনটি ভাল করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। শশা ত্বককে হাইড্রেট করে ও নরম করে। এছাড়াও ত্বক থেকে কালো ছাপ দূর করে। দই ও দুধ ত্বককে পরিষ্কার করে।

গুড়ো দুধের সঙ্গে আমন্ডওয়েল, লেবুর রস ও মধু ভাল করে মিশিয়ে নিন। মিশ্রনটি লাগান মুখে। ১৫-২০ মিনিট পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।      

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link