বিয়ে বাড়িতে মালাইকাকে আড়াল করে রাখলেন অর্জুন, ভাইরাল হল ছবি
করিনার পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ের রিসেপশনে হাজির হয়ে যেন ঝলসে দিলেন মালাইকা অরোরা। লাল রঙের শাড়িতে মালাইকা যখন হাজির হন, তাঁকে দেখে একের পর এক ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ
মালইকার হাত ধরে আরমান জৈনের রিসেপশনে হাজির হন অর্জুন কাপুর। অর্জুন-মালাইকাকে দেখে পাপারাতজি যখন চিতকার করতে শুরু করেন, তখন আচমকাই নিজের হাত দিয়ে অর্জুন আড়াল করতে শুরু করেন মালাইকা। পাপারাতজির সামনে মালাইকার যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখেই ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করেন অর্জুন
মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কোনও মন্তব্য না করলেও, তাঁরা যে বর্তমানে একে অপরের সঙ্গে বেশ ভালভাবে সময় কাটাতে শুরু করেছেন, তা বেশ স্পষ্ট
সম্প্রতি নিউ ইয়ার পার্টিতে মালাইকার পরিবারের সঙ্গে গোয়ায় হাজির হন অর্জুন কাপুর। মালাইকা অরোরা, অমৃতা অরোরা, সাকিল লাদাকের সঙ্গে সেখানে হাজির হন অরোরা সিস্টার্স-দের বাবা-মাও। সবাই নিয়েই গোয়ায় নতুন বছরের সেলিব্রেশন শুরু হয় অর্জুন, মালাইকার
সেই ঝলক এবার আরমান জৈনের বিয়ের রিসেপশনেও দেখা গেল। মালাইকা এবং অর্জুন আপাতত বিয়ের সিদ্ধান্ত না নিলেও, পারিবারিক সম্মতি নিয়েই একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন
বর্তমানে অর্জুন কাপুর সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত হলেও, মালাইকা নিজের জিম এবং রিয়েলিটি শো নিয়ে সময় কাটাচ্ছেন