Exclusive: বাবার ডায়াবেটিস কমেছে? জয় শাহের কাছে অমিতের খোঁজ নিলেন মমতা
সুতপা সেন: রাজনৈতিক শত্রুতা রয়েছে। একে অপরকে লক্ষ্য করে বাক্যবাণও ছোড়েন। কিন্তু তাতে ভাটা পড়েনি ব্যক্তিগত সৌজন্যরক্ষায়। ইডেনে গোলাপি বলের টেস্টে এসেছিলেন অমিতপুত্র জয় শাহ। তাঁর কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সৌরভের সভাপতি হওয়ার সঙ্গেই বিসিসিআই-এর সচিব হয়েছেন অমিত শাহের পুত্র জয়। এদিন ইডেনে গোলাপি টেস্টেও হাজির হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও তোলেন। তার ফাঁকেই দুজনের কথা হয়।
মমতাকে দেখে এগিয়ে আসেন জয় শাহ। কুশল বিনিময় করেন। তখনই মুখ্যমন্ত্রী জানতে চান, বাবার শরীর কেমন আছে? ডায়াবেটিস কমেছে?
জয় শাহ ঘাড় নেড়ে জানান, বাবার মধুমেহ নিয়ন্ত্রণেই রয়েছে।
সৌরভের নতুন দলে রয়েছেন ৩১ বছরের জয় শাহ। তিনিই কনিষ্ঠতম সদস্য। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হিসেবে নির্বাচিত হন জয়।