WB By-polls 2021: ভবানীপুরে বিক্ষিপ্ত অশান্তি, মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন Mamata
নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে ভবানীপুর কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি, আঁটোসাঁটো নিরাপত্তা। দিনভর কার্যত আড়ালেই থাকলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষলগ্নে মিত্র ইনস্টিটিউট গিয়ে ভোট দিলেন তিনি।
একুশের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। কিন্তু নন্দীগ্রামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অল্প ভোটের ব্যবধানে হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে।
ভোটের হারলেও মুখ্যমন্ত্রী হওয়া আটকায়নি। তবে, নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
রাজ্য সরকারের 'অনুরোধে' পুজোর আগে স্রেফ ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশনে। নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে যখন হাইকোর্টে মামলা চলছে, তখন উপনির্বাচনে নিজের পুরনো কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন মমতা।
প্রচার পর্বেই রীতিমতো তেতে উঠেছিল ভবানীপুর। প্রচারের শেষদিনে তুলকালাম কাণ্ড ঘটে যদুবাজারে। বিক্ষোভের মুখে পড়েন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মাথা ফাটে দলের এক কর্মীর।
এদিন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলল ভোটগ্রহণ পর্ব। উপনির্বাচনে বিক্ষিপ্তভাবে অশান্তিও হল ভবানীপুরে। বিভিন্ন বুথে যখন চষে বেড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল , তখন অন্তরালে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘড়িতে তখন ৩টে ১৫। দুপুরে গড়াতেই মিত্র ইনস্টিটিউটে যান মমতা। ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যে আবার বেরিয়েও যান তিনি। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।