নিমন্ত্রণ খাচ্ছেন শাহ, এদিকে তল্লাশি চলছে; কী প্ল্যানিং! বাপরে বাপ: মমতা
নিজস্ব প্রতিবেদন: দু'দিনে রাজ্য সফরে বাংলায় অমিত শাহ। বাঁকুড়ায় আদিবাসী বাড়িতে সারছেন দুপুরের আহার। ঠিক তখনই গরু পাচারকাণ্ডে কলকাতার ৪ জায়গায় তল্লাশি চালাল সিবিআই ও আয়কর দফতর। এর পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া ও রানিগঞ্জেও কয়লা পাচারকাণ্ডে চালানো হয়েছে তল্লাশি। আর এনিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন,''স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ায় নিমন্ত্রণ খেতে গিয়েছে। পাশাপাশি তিনটে জেলায় চলছে তল্লাশি। কী প্ল্যানিং বাপরে বাপ! ট্রাম্পকেও হারিয়ে মানিয়ে দেবে। অবশ্য ট্রাম্প হেরে যাচ্ছে।''
মমতার অভিযোগ,আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুরে রাজ্য পুলিসকে না জানিয়ে তল্লাশি হচ্ছে শুনছি।
মমতা আরও বলেন,''কোন কোন রাজনৈতিক দল মহামারী আইন মানছে না। তাদের কাছে আবেদন কোভিড ছড়াবেন না। প্রতিদিন কলকাতা বন্ধ রেখে। জেলা হেডকোয়ার্টারে বসে পড়বেন না। ডিএম-এসপি কে বলা হচ্ছে, কত গ্রেফতার হয়েছে৷ বিভিন্ন জায়গায় বিরক্ত করা হচ্ছে। কেন্দ্র থেকে নিজেদের পুলিস এনে তল্লাশি করাচ্ছে৷''
রাজ্যের অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার। তাঁর দাবি,রাজীব কুমারের বউকে ট্রান্সফার করেছিল। আইএএস, আইপিএস অফিসারদের ভয় দেখানো হচ্ছে। বলছে আইটি, ভিজিল্যান্স ধরিয়ে দেবে৷ আমরা যেমন কেন্দ্রীয় সরকারের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। কেন্দ্রও পারে না।
এ দিন বাঁকুড়ার চতুরদিহি গ্রামে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। কলাপাতায় খেতে দেওয়া হয় অতিথিদের।