আগামী বছরের দুর্গাপুজোর প্রস্তুতি এখন থেকে শুরু করতে পরামর্শ মমতার
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে জবাব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,“আমি সমালোচনাকে গ্রহণ করি। সেটা যদি আলোচনার মধ্যে দিয়ে হয়। আমি ন্যারেটিভকে মানি না। নেতিবাচক কোনও কিছুকে আমি বিশ্বাস করি না।”
বৃহস্পতিবার বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানে সেই বক্তব্য যেন উড়িয়ে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “৪ বছর ধরে যে ভাবে এখানে কার্নিভাল হচ্ছে তাতে তাক লাগিয়ে দিয়েছি। এ কথা বলতে গেলেই আমার গায়ে কাঁটা দেয়। আমরা সবাই মিলে চেষ্টা করলে সব পারি।”
মঙ্গলবার কার্নিভালে তাঁকে অবজ্ঞা করা হয়েছে বলে আক্ষেপ করেছিলেন ধনখড়। দাবি করেছিলেন তাঁকে কার্নিভালে আলাদা মঞ্চে বসিয়ে অপমান করেছে সরকার। বাংলার মানুষ সবটা দেখেছেন।
আগামী বছরের পুজোর প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, “সামনের বার আরও ভালো ভাবে কী করে করা যায় ভাবতে শুরু করুন।”
পেয়ারাবাগানের বাটাম ক্লাব ও চেতলার কোলাহল ক্লাবের উদাহরণ দিয়ে মমতা বলেন, “দেখবেন গিয়ে বাটাম ক্লাবের পুজো। কী সুন্দর করে ওরা! কোলাহল ক্লাবও তাই। বিউটিফুল করে। বড় ক্লাবের থেকে কম যায় না। ছোট ক্লাব বলে দেখব না এটা হয় না। আমি পজিটিভ ভাবে ভাবি। থিংক পজিটিভ।''
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ''ইউনেস্কো কার্নিভালকে স্বীকৃতি দিয়েছে। একদিন সারা পৃথিবী বলবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।''