অবসাদ থেকে মুক্তি পেতে নিজের লেখা কোন বইটি পড়ার পরামর্শ মমতার?
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় ছাত্রছাত্রীদের অবসাদ থেকে মুক্তির টোটকা বাতলে দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীর্ঘ লড়াইয়ের কথা এদিন ছাত্রছাত্রীদের স্মরণ করিয়ে দিলেন জননেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''ছাত্র রাজনীতির সময়ে লবি করার প্রয়োজনীয়তা নেই। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, ঘনঘন নেতাদের বাড়ি যেতাম না''।
মমতা আরও বলেন,''লড়াই করে যে উপরে ওঠে, তাঁকে কেউ আটকাতে পারে না। আমরা যখন রাজনীতি করতাম সিনিয়ররা সামনে আনতেন না। নিজের মুখ আয়নায় দেখে এগোতে হয়''।
তৃণমূল নেত্রীর কথায়,''দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতা দরকার। যাঁরা টাকার কাছে মাথা নোয়াবে না''।
ছাত্রছাত্রীদের জন্য বাংলায় কাজের সুযোগ রয়েছে বলেও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ, ''জীবনে অবসাদে পড়লে তাঁর লেখা কথাঞ্জলি বইটি পড়ুন ছাত্রছাত্রীরা''।
মমতার কথায়, ''কথাঞ্জলি'তে খুব ভাল ভাল উক্তি রয়েছে। বইটি পড়লে অবসাদ দূর হবে। বাড়বে মনোবল''।
স্মৃতিচারণ করে মমতা বলেন, ''আমাদের সময়ে স্বামী বিবেকানন্দের বই পড়ে মনোবল বাড়ত। কাজে উত্সাহ পেতাম''।