Kolkata International Film Festival 2024: কেন এলেন না অমিতাভ? কেন ইন্ডোরের বদলে ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধন? KIFF-র শুরুতেই জানালেন মুখ্যমন্ত্রী...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার হয়ে গেল ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ দেশ বিদেশের সিনেদুনিয়ার তারকারা।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজের নাচের দলের সঙ্গে পারফর্ম করেন ডোনা গাঙ্গুলি।
এদিন শত্রুঘ্ন সিনহাকে মঞ্চে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়।
ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
শুধু মাধবীই নন, উপস্থিত ছিলেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালেন সায়ন্তিকা।
এদিন সবাইকে সম্বর্ধনা জানানোর পরে দেবকে বরণ না করায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উত্তরীয়ই পরিয়ে দেন দেবকে।
মুখ্যমন্ত্রী নিজেই ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন যীশু সেনগুপ্তকে।
এদিনের মঞ্চে বিশেষ অতিথির আসনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এ বছর তাঁর হ্যাট্রিক।
হাজির ছিলেন বিদেশের একাধিক অতিথি। সেই তালিকায় রয়েছেন জাস্টিনো সিজার- আর্জেন্টিনা, গিরিশ কাসারাভল্লি- জ্যুরি চেয়ারপার্সন, ভ্লাদ পেট্রি- চেক রিপাবলিক, মার্টিন সুলিক- স্লোভাকিয়া, কাটিয়া পান্টাজি- গ্রীস, আইসে পোলা- জার্মানি, নাহিদ হাসান জাদে- ইরান, অলকা সাদার- আফগানিস্তান, নিকোলা ফাসিনো- ফ্রান্স।
এছাড়াও এদিনের মঞ্চে অতিথির আসনে ছিলেন সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত, দুলাল লাহিড়ি, রঞ্জিত মল্লিকের মতো বর্ষীয়ান অভিনেতারা।
২১টি দেশের ১৭৫টি ছবি দেখানো হবে এবছরের কলকাতা চলচ্চিত্র উত্সবে। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশি ফিল্মমেকারদের কাছে অনুরোধ করেন, তাঁরা যেন নিজের দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শ্যুট করতে আসেন এবং এখানকার শিল্পীদের নিয়েও কাজ করেন।
কেন এবছর উদ্বোধনে এলেন না অমিতাভ বচ্চন? মুখ্যমন্ত্রী জানালেন, 'অমিতাভজীর শরীর ভালো নেই। আমিও তাঁর শরীর নিয়ে উদ্বিগ্ন'।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, এবছর কেন নেতাজি ইন্ডোর থেকে সরানো হয়েছে উদ্বোধনের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী জানান যে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ফিরেয়েই বিভিন্ন অনুষ্ঠান করা উচিত।