পরের পুজোয় সরকারি কর্মীদের ১৫ দিনের টানা ছুটি ঘোষণা মমতার, ছটপুজোয় ৩দিন ছুটি
কমলিকা সেনগুপ্ত: সারাটা বছর সরকারি কর্মীরা কাজ করেন। তাঁদের জন্য উত্সবের দিনগুলিতে ছুটি দিতে চান। পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সামনের বছর টানা ১৫ দিন দুর্গাপুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
মমতা জানালেন, আগামী বছর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৯ অক্টোবর সোমবার। তার আগে ১৭ ও ১৮ অক্টোবর শনি ও রবিবার। সব মিলিয়ে সামনের বার টানা ১৫ দিনের ছুটি।
মুখ্যমন্ত্রী বলেন," ধর্ম নিজের কিন্তু উত্সব সবার। বাংলায় উত্সবে আমরা ওরা হয় না। আমি নিজেই ছুটির ক্যালেন্ডার তৈরি করি।"
ছটপুজোতে ও এবার টানা ৩ দিন ছুটি পাচ্ছেন কর্মীরা। রাজ্যের কর্মসংস্কৃতি নিয়ে ইতিমধ্যেই একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা।