৫০% ছাড় বিদ্যুতে, পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকা, দরাজহস্ত মমতা
নিজস্ব প্রতিবেদন: কোভিড বিধি মেনেই হবে বাঙালির প্রাণের উৎসব। নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৫০,০০০ টাকা করে দেওয়া হবে প্রতিটি পুজো কমিটিকে।
গতবছর ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোভিড পরিস্থিতিতে তা দ্বিগুণ বাড়ল।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বিদ্যুতে দেওয়া হবে ৫০ শতাংশ ছাড়। সিইএসসি ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের বিলে এই ছাড় পাওয়া যাবে।
এর পাশাপাশি দমকলে কোনও টাকা দিতে হবে না। কর নেবে না পুরসভা।
এবার পুজো কার্নিভাল হবে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় ঠাকুরদেখার ক্ষেত্রে বেঁধে দিয়েছেন একাধিক বিধিনিষেধ।