অনলাইন ক্লাসের জন্য রাজ্যের সাড়ে ৯ লাখ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন : অনলাইন পড়াশোনার সুবিধার্থে রাজ্যের পড়ুয়াদের ট্যাব দেবে সরকার। এদিন কর্মী সংগঠনের বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের এখানে ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে। ৬৩৬টা মাদ্রাসা আছে।"
"কোভিড পরিস্থিতি অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কম্পিউটারের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না।"
"তাই রাজ্য়ের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে ৫-৬ মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে, তারা ক্লাসগুলো করতে পারে। পঠনপাঠনে সুবিধা হয়।"
প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে স্কুল। স্কুল কবে খুলবে, এখনও সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।