করোনা সংক্রমণ থেকে সরকারী কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপ বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এই পরিস্থিতিতে সরকারি অফিসে কর্মীদের হাজিরা দেওয়ার সংখ্যায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিল সরকার।
৭০ শতাংশ নয়, তার বদলে ৫০ শতাংশ কর্মী নিয়ে এবার থেকে অফিস চলবে। প্রসঙ্গত, কদিন আগেই অর্ডার বেরিয়েছিল সরকারি কর্মীদের ৭০ শতাংশ অফিসে আসবেন।
তাঁরা ২টো শিফটে কাজ করবেন। কিন্তু এখন যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ফের সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার।
৭০ থেকে কমিয়ে ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজ করার কথা এদিন সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।
অর্থাৎ একদল আজকে অফিসে এলে, বাকি ৫০ শতাংশ কর্মী পরদিন আসবেন। একদিন বাদে বাদে অফিস আসবেন সরকারি কর্মীরা।