ছাত্রছাত্রীদের অনুরোধ করব, জাগো বাংলাটা ভাই পড়তে হবে: মমতা
নিজস্ব প্রতিবেদন: ছাত্রছাত্রীদের জাগো বাংলা পড়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে তৃণমূল নেত্রী বলেন,''আরও ভালো করে জাগো বাংলা পড়ুন ও দেখান। বাংলাকে জাগতে শেখান।''
নজরুলমঞ্চে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের স্মৃতিচারণা করে মমতা বলেন,''বিরোধী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ও তিনি মিলে জাগো বাংলা শুরু করেন।'' আগামী দিনে জাগো বাংলা সাপ্তাহিক থেকে দৈনিক করার ভাবনাচিন্তাও রয়েছে মমতার।
এদিন মমতা বার্তা দেন, আরও ভালো করে জাগো বাংলা পড়ুন, দেখান। বাংলাকে জাগতে শেখান। ছাত্রছাত্রীদের অনুরোধ করব, জাগো বাংলাটা ভাই পড়তে হবে।
তাঁর কথায়,''অনেক ভালো ভালো লেখা থাকে। তথ্য থাকে। গঠনাত্নক কাজে লাগে। গঠনাত্মক ও ইতিবাচক মনোভাব নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করে।''
মমতা আরও দাবি করেন, ৮ বছর ক্ষমতায় থাকলেও জাগো বাংলাকে একটাও সরকারি বিজ্ঞাপন দেননি। সিপিএমের দলীয় মুখপত্র গণশক্তি সরকারি বিজ্ঞাপনেই চলত।