দিল্লির দাঙ্গা নিয়ে আমরা বলতে গেলেই বলবে, ও তো মুসলমানদের তোয়াজ করে: মমতা
নিজস্ব প্রতিবেদন: দিল্লির হিংসা নিয়ে বলতে গেলে তাঁর বিরুদ্ধে মুসলিম তোষণের রাজনীতির অভিযোগ করে বিজেপি। শনিবার মিছিল শেষে সরাসরি বিজেপির নাম করে হাথরস থেকে দিল্লির হিংসা নিয়ে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরসকাণ্ডের প্রতিবাদে এদিন রাজপথে মিছিল করল তৃণমূল।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আজ উত্তরপ্রদেশেই নয়, সারা জায়গায় এ জিনিস চলছে। দিল্লিতে কত লোক মারা গিয়েছিল। কত দেহ জলাশয়ে পড়েছিল! কেউ জানে? আমরা বলতে গেলেই বলবে, ও তো মুসলমানদের তোয়াজ করে। আমি সংখ্যালঘুর পাশে দাঁড়াই। শিখ-খৃষ্ট্রান, আদিবাসীদের পাশে আছি। আমাদের জাতি মানবিকতা।
মমতা আরও বলেন,''হিন্দুরা বিপদে পড়লে জিজ্ঞেস করো না, মমতা তোমার টাইটেল কী? তোমরা কে? সবার টাইটেল নিয়ে খেলা করবে!''
দিল্লির হিংসায় সুবিচার হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়,''কাকে বলবেন? কোথায় বলবেন? দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেল, বিচার হল?
বিজেপি সরকারের সমালোচনা করে মমতার মন্তব্য, উত্তরপ্রদেশের এনকাউন্টারে কত লোক মারা গেল। কত সাংবাদিক মারা গিয়েছে! কত লোককে হরিয়ানা, দিল্লিতে মেরেছে। কেউ বিচার পেয়েছে? বিচারের বাণী নিভৃতে কাঁদছে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে।'' মমতার হুঁশিয়ারি,বিজেপি তোমার বন্দুককে ভয় পাই না। তোমার গুন্ডা পার্টিকে ভয় পাইনা।