রাজ্যে ডেঙ্গিতে ২৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিলেন মমতা

Sutapa Sen Tue, 19 Nov 2019-10:49 pm,

সুতপা সেন: মালদহের প্রশাসনিক বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের গাফিলতি ধরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সরকারি হাসপাতালে চিকিত্সা করানোর আবেদনও করলেন।     

মালদহের প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ''সরকারিভাবে এখনও ২৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে''। 

মুখ্যমন্ত্রীর বার্তা, সরকারি হাসপাতালে পরিকাঠামো রয়েছে ডেঙ্গি চিকিৎসার। কিন্তু জনগণ সচেতন নন। তাই সচেতনতার জন্য প্রচার করা হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আবেদনও করলেন মমতা।  

মালদহে প্রচুর মশা। মুখ্যমন্ত্রী মালদহে রাত্রিবাস করবেন। সেই আবাসনে মশার উপদ্রবে বসতে পারেননি বলে দাবি করলেন মমতা। এই জেলায় মশার মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভপ্রকাশও করলেন। 

৩৪ নম্বর জাতীয় সড়ক বাইপাস চালু না হওয়ার জন্য কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, "আপনারা যাদের ভোট দিয়েছেন সেই সব এমপি-দের বলুন কাজ করতে।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link