মোদী টেলিপ্রমটার দেখে ভাষণ দেন, আমি ব্যবহার করি না: মমতা

Thu, 10 Jan 2019-8:58 pm,

সুবক্তা হিসেবে নরেন্দ্র মোদীর পরিচিতি। তাঁর ভাষণ উদ্বেলিত করে জনতাকে। কিন্তু নরেন্দ্র মোদী দেখে দেখে ভাষণ দেন বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের ভাগ ৪০ শতাংশ। অথচ প্রকল্প নিয়ে আত্মপ্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর নামে চিঠি দিচ্ছে ওরা। রাজ্যকে জানতে দিচ্ছে না। চিঠিতে থাকছে পদ্মফুলের মতো লোগো। সরকারি টাকায় দলের প্রচার চলছে। 

মমতা আরও বলেন,''শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যে খরচ করবে রাজ্য। আর তুমি নরেন্দ্র মোদী করবে শুধু দালালি''। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পে ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। 

রাজ্যকে এড়িয়ে এভাবে মোদীর প্রচার ভালভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্য সরকার কোনও টাকা দেবে না বলে জানিয়ে দেন মমতা। 

এরপরই মমতা বলেন, ''উনি ইংরেজি বলতে পারেন না, অথচ ভাল ভাষণ দেন। উনি টেলিপ্রমটার ব্যবহার করেন। আমরা জানি। সামনে রাখা স্ক্রিন দেখে পড়েন ও বলেন।   আমরা ওসব করি না''।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link