দীঘায় জগন্নাথ মন্দির সংস্কারের নির্দেশ মমতার
সুতপা সেন: রথ দেখা ও কলা বেচা একসঙ্গেই হবে দীঘায়। এমনই পরিকল্পনা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীঘায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, জগন্নাথ মন্দিরের সংস্কার করতে হবে।
এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান প্রচুর মানুষ। আবার সমুদ্রও উপভোগ করেন। দীঘায় কেন সম্ভব নয়?
দীঘায় রয়েছে একটি জগন্নাথ মন্দির। ওই মন্দিরটি সংস্কার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মন্দির সংলগ্ন এলাকাও সাজিয়ে তোলার পরামর্শ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, দীঘাতেও মানুষ সমুদ্রস্নানের সঙ্গে ধর্ম পালন করতে পারবেন।
বুধবার বাজকুলের সভায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আক্ষেপ করেছিলেন,''পুরীতে ওরা আমায় ঢুকতে দেয়নি। বলে আমি হিন্দু নই''।
বলে রাখি, বুধবার বোলপুরে ডাকবাংলোর সভায় খোল-করতাল দান করেন জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকি সভামঞ্চে শোনা গিয়েছে 'হরে রাম হরে কৃষ্ণ'।
বিজেপির উত্থানের সঙ্গেই রাজ্যে ঢুকে পড়েছে হিন্দুত্বের হাওয়া। সেই হাওয়া লোকসভা ভোটে নিজেদের পালে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। সেই চেষ্টাতে জল ঢালতেই কি 'নরম হিন্দুত্বে'র পথে তৃণমূল, জল্পনা রাজনৈতিক মহলে।