Mamata In Kodal Basti: লক্ষ্ণীর ভান্ডার পাচ্ছেন? বাচ্চারা স্কুলে যাচ্ছে তো! আচমকাই হাসিমারার কোদাল বস্তিতে মুখ্যমন্ত্রী
আলিপুরদুয়ারের সভা থেকে মালঙ্গি গেস্ট হাউস যাওয়ার পথে জনসংযোগ নেমে পড়লেন মুখ্যমন্ত্রী। আচমকাই হাসিমারায় কোদাল বস্তিতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়।
গাড়ি থেকে নেমে কোদাল বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের অভাব অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী।
জেলা সফরে গেলে প্রায়ই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোদাল বস্তিতেও গাড়ি থেকে নেমে বাচ্চাদের চকলেট, টফি দেন। কাউকে আদর করে দেন।
মুখ্যমন্ত্রীকে দেখে ভিড় জমে যায় বস্তিতে। সমবেত মহিলাদের কাউতে জিজ্ঞাসা করেন তিনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা। কারও কাছ থেকে জেনে নেন তিনি বার্ধক্যভাতা পেয়েছেন কিনা। বস্তির অধিকাংশ বাসিন্দাই আদিবাসী সম্প্রদায়ের। তাই লক্ষ্মীর ভান্ডারে তাদের মাসে হাজার টাকা আসার কথা। সেই টাকা তারা পাচ্ছেন কিনা তা জিজ্ঞাসা করে নেন।
মুখ্যমন্ত্রীকে পেয়ে আপ্লুত বস্তির মানুষজন। অনেকেই জানতেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছেন। কিন্তু তিনি যে তাঁদের বস্তিতে এসে পড়বেন তা অনেকেই ভাবেননি।
মহিলাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান বস্তির বাচ্চারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা। তাদের স্কুলের পোশাক বা খাবার দেওয়া হচ্ছে কিনা।