সুদীপ্ত সেনের চিঠি দেখিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা মুখ্যমন্ত্রী মমতার
মঙ্গলবার ধরনা মঞ্চ থেকে সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি মুখ্যমন্ত্রীর তরফে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই চিঠিতেই অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। প্রায় দেড় বছর ধরে হিমন্ত বিশ্বশর্মা সারদা গ্র্রুপের কাছ থেকে ৩ কোটি টাকা নিয়েছিলেন বলে উল্লেখ রয়েছে চিঠিতে।
সুদীপ্ত সেনের লেখা সেই চিঠির প্রতিলিপি দেখিয়ে ধরনা মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, চিঠিতে তো আরও অনেকের নাম ছিল, তাঁদের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হচ্ছে না?
পাশাপাশি, নাম না করে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে মুকুল রায়ের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, "আজ যারা বিজেপি জয়েন করেছে, তাঁদের বিরুদ্ধে কেন সিবিআই নয়?"
ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় দুঃখপ্রকাশ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা।