সামাজিক কাজের মাপকাটিতে বাংলাই সেরা, জল বাঁচানোর পদযাত্রায় দাবি মমতার
মৌমিতা চক্রবর্তী ও সুতপা সেন: জলের জন্য হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালিত হল জল বাঁচাও দিবস। শহরে-জেলায়। প্রতি বছর ১২ জুলাই রাজ্যে এ দিন পালন করা হবে বলে জানিয়েছেন মমতা। জল সংরক্ষণে জল ধরো, জল ভরো প্রকল্পে, সেরা কাজ হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মিছিল নয়। প্রতিবাদ কর্মসূচি নয়। রাস্তায় নেমে অন্য এক আন্দোলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে মেয়ো রোডের গান্ধী মূর্তি পর্যন্ত হাঁটলেন তিনি। সঙ্গে, মন্ত্রী-আমলা থেকে বিশিষ্টজন-সাধারণ মানুষ।
রাজ্যে প্রায় ৩১টি ব্লকে, জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেক নীচে। জল ধরো, জল ভরো প্রকল্পের আওতায়, বৃষ্টির জল সংরক্ষণে এ রাজ্যে খুব ভাল কাজ হয়েছে বলে এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়,'বাংলা আজ যা ভাবে পৃথিবী কাল ভাববে। আরও পুকুর কাটতে হবে। পয়সা সবসময় সাথে দেয় না। সামাজিক মাপকাটিতে বাংলাই সেরা'।
গরমে শহরবাসীর হাহাকার সামলাতে শুক্রবার চেন্নাই পৌছয় জলের ট্রেন। বাংলায় যাতে এমন পরিস্থিতি না হয়, সে জন্য আগাম ব্যবস্থা নেওয়ার ওপর, জোর দেন মুখ্যমন্ত্রী। জল বাঁচাতে পাঠ করা হয় শপথবাক্য।