কাজ করতে গিয়েছিল, খুন করার দরকার কী ছিল? কেন্দ্রকে কাঠগড়ায় তুলে প্রশ্ন মমতার

Subhankar Mitra Thu, 31 Oct 2019-5:14 pm,

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে বাংলার ৫ শ্রমিক মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তদন্তের দাবি করলেন। 

বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কফিনবন্দি দেহ ফেরে মুর্শিদাবাদে। কাশ্মীরের কুলগামে কাজে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সন্ধেয় তাঁদের গুলিতে ঝাঁঝরা করে জঙ্গিরা। 

বুধবার গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও এক ধাপ উঠে খুনের কারণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়,''এটা পূর্বপরকিল্পত খুন। আজই ওরা কাশ্মীর থেকে চলে আসত। নৃশংসভাবে খুন করা হল। কাশ্মীরে কোনও রাজনৈতিক দল নেই। প্রশাসনের নিয়ন্ত্রণ প্রশাসন কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সুরক্ষা ব্যবস্থাও জোরদার। তা সত্ত্বেও কীভাবে খুন করা শ্রমিকদের? আমি স্তম্ভিত ও ব্যথিত।''

মুখ্যমন্ত্রী আরও বলেন,''তারা চলে আসত। নৃশংসভাবে খুন করা হল। রাজনৈতিক দলের কর্মকাণ্ড নেই। কোনও সাংবাদিক নেই সাংসদরাও যেতে পারেন না। কেউ কাজ করতে গিয়েছিল, তাহলে খুন করার দরকার কী ছিল? ইউরোপীয়ান প্রতিনিধি দল এসেছিল ঠিক তখনই খুন করা হল। তদন্ত হওয়া উচিত।'' 

বুধবার টুইটারে মমতা লিখেছিলেন, ''গতকাল একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কাশ্মীরে। ৫ নিরাপরাধ শ্রমিককে পূর্বপরিকল্পনা করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ব্যথিত।'' কেন্দ্রকে নিশানা করে মমতা আরও লিখেছিলেন,''কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আসল সত্যিটা বেরিয়ে আসুক, সেটাই চাই। সত্যিটা জানতে দক্ষিণবঙ্গের এডিজি সঞ্জয় সিংকে দায়িত্ব দিয়েছি।'' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link