WB Election 2021: গান্ধীমূর্তি থেকে হাজরা, হুইলচেয়ারে করেই রাজপথে রোড শোয়ে Mamata, দেখুন ছবি
নন্দীগ্রামের ঘটনার পর আজ প্রথমবার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হুইলচেয়ারে বসেই ভোট ময়দানে আজ মমতা।
গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের মিছিল। হুইলচেয়ারে বসেই মিছিলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী।
গান্ধীমূর্তির কাছে পৌঁছনোর পর গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেত্রী।
তারপরই যোগ দেন তৃণমূলের মিছিলে। হুইলচেয়ারে করে মিছিলে নেত্রী। উদ্দীপিত কর্মী, সমর্থকরা।
মিছিলে যোগ দেওয়ার আগে মমতা টুইট করেন, "পায়ে যন্ত্রণা আছে। তাও আমি হুইলচেয়ারেই যাব। আমার যত কষ্ট হোক, হবে। কিন্তু আমি যাব। কারণ আমার দেশের মানুষ এর থেকেও কষ্টে আছে।"
এদিন সকাল থেকেই কালীঘাটের বাড়ির সামনে কর্মী, সমর্থকরা ভিড় জমান। বঙ্গজননী ব্রিগেডের মহিলা সদস্যরা ফুল-শঙ্খ হাতে নেত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ছিলেন।
এদিন মিছিল শুরু আগে অভিষেক হুঁশিয়ারি দেন, "ভাঙা পায়ে লড়াই হবে। যুদ্ধ হবে। আবার নবান্ন দখল হবে। কেউ যদি ভাবেন যে পা ভেঙে দিয়ে বেরিয়ে যাব, তাহলে ভুল করবেন।"
মিছিল শেষে হাজরা মোড়ে বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী।
প্রসঙ্গত, নন্দীগ্রামে চোট পাওয়ার পর হাসপাতাল থেকে ভিডিয়ো বার্তাতেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, তিনি খুব শিগগিরই ফিল্ডে ফিরবেন। দরকারে হুইলচেয়ারে করেই ভোটযুদ্ধে নামবেন তিনি।