অসমে কংগ্রেসের আমলে এনআরসি হয়েছিল, দিল্লি থেকে ফিরে বললেন মমতা

Fri, 20 Sep 2019-7:16 pm,

নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জি নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দিল্লি থেকে ফিরে মমতা বলেন,''অসমের নাগরিকপঞ্জি কংগ্রেসের আমলে শুরু হয়েছিল।'' 

রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে দিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী রাজ্যে দেউচা পাঁচামি কয়লাখনির উদ্বোধনে আমন্ত্রণ জানান মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর মমতা বলেছিলেন,''এনআরসি অসমের বিষয়।''  

দিল্লি সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বৈঠকে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কথা হয়নি। অসমে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন। তাঁদের  মধ্যে রয়েছেন বাংলা, হিন্দিভাষী ও গোর্খারা। ভারতীয়দের যেন সুযোগ দেওয়া হয়।'' 

শুক্রবার রাজ্যে ফিরে বিমানবন্দরে মমতা বলেন, কংগ্রেস-সিপিএম অপ্রচার করবে। অসম চুক্তি হয়েছিল যখন অগপ ক্ষমতায় ছিল। কংগ্রেসের আমলে এনআরসি হয়েছিল। বাংলায় প্রশ্ন আসে না। হবে না হবে হবে না। 

একইসঙ্গে মমতা আরও বলেন, ''এনআরসি-র জন্য বলতে গেলাম। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে পড়ে। তাই বলে এলাম দিল্লি গিয়ে।'' 

বাংলায় ভোটার তালিকায় নাম তোলা ও ডিজিটাল রেশন কার্ড নিয়ে ছড়িয়েছে গুজব। সেই প্রসঙ্গে মমতা আশ্বস্ত করেন, বাংলায় কোনওভাবেই এনআরসি চালু হবে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link