Garden Reach Building Collapse | Mamata Banerjee: মাথায় ভরসার হাত! গার্ডেনরিচ বিপর্যয়ে আহতদের দেখতে হাসপাতালে মমতা...

Mon, 18 Mar 2024-1:35 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল নির্মাণ ভেঙে বিপর্যয়। বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। আহত অনেকে।

 

সোমবার সকালেই মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দুর্ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল।

 

দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী সাফ জানান, "বেআইনি নির্মাণ হয়ে থাকলে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি কাজের জন্যই এই ঘটনা।"

 

'কড়া অ্যাকশন' নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার প্রোমোটার। 

 

মমতা জানান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে রাজ্য সরকার। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ৫ লাখ ও আহতদের জন্য ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

 

দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে কথা বলেন। খোঁজখবর নেন তাঁদের স্বাস্থ্যের।

 

রবিবার রাতে গার্ডেনরিচে  ১৩৪ নম্বর ওয়ার্ডে আজহার মোল্লা বাগানে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল বাড়ির একাংশ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link