`৪০০ জনের জন্য ২টো বাথরুম?` হাওড়ায় বস্তিবাসীদের অভিযোগ শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Mon, 19 Aug 2019-5:14 pm,

আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে বস্তির বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে যাওয়ার পথে হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক লেনের পুরনো বস্তির বাসিন্দাদের সাথে দেখা করেন তিনি। বস্তিবাসীদের ঘরে গিয়ে তাঁদের তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন।

মুখ্য়মন্ত্রীর কাছে পানীয় জল ও শৌচালয় নিয়ে অসুবিধের কথা জানান এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে তাঁরা জানান, ৪০০ জন বস্তিবাসীর জন্য মাত্র দুটো বাথরুম। একথা শুনে ক্ষোভে ফেটে পড়েন। বলেন, "৪০০ জনের জন্য মাত্র ২টো বাথরুম? আপনার বাড়িতে হলে কেমন লাগত?"

এরপরই হাওড়া পুরসভার প্রশাসককে কড়া নির্দেশ দেন তিনি। বলেন, "৭ দিনের মধ্যে সমস্ত পুরসভা ঘুরে দেখবেন।" বস্তিগুলোর কী অবস্থা? কেন কাউন্সিলররা দেখেননি? প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। হাওড়া শহরে পানীয় জল, নিকাশি ব্যবস্থা বা জঞ্জাল অপসারণ ব্যবস্থা নিয়েও ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত টাকা দেওয়া সত্ত্বেও কেন কাজ হয়নি? প্রশাসনিক বৈঠকে এরপর কড়া ধমক দিয়ে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে প্রশান্ত কিশোরের পরামর্শে 'দিদিকে বলো' কর্মসূচি শুরু করেছে তৃণমূল। যেখানে দলীয় নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কথা বলা হয়েছে। আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে নিজেই বস্তিবাসীদের ঘরে পৌঁছে গেলেন 'দিদি'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link