Mamata Banerjee: নারী উন্নয়নকে হাতিয়ার করে আন্তর্জাতিক নারীদিবসেই মোদীর পালটা পথে মমতা?
প্রবীর চক্রবর্তী: বারাসতে মোদীর সভার দিন-ই শহরে পথে মমতা? লোকসভা ভোটের প্রচারে ৮ মার্চ পথে নামছে তৃণমূল কংগ্রেস।
শহরে সেই পদযাত্রায় যোগ দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রসঙ্গত, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
প্রতি বছরই এই দিনটি পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। এবছরও সেইজন্য ইতিমধ্যেই শহরে পদযাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
রাজ্য জুড়েই আন্তর্জাতিক নারীদিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। এবার আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার।
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প কতটা কার্যকরী ও কতটা সফল। এছাড়া মহিলাদের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার যা যা কর্মসূচি নিয়েছে, সেগুলি-ই তুলে ধরা হবে।
ওদিকে ৮ মার্চ-ই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বিজেপিও আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি নিয়েছে।
মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে বিজেপি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করবে। রাজ্যে আসবেন স্বয়ং মোদী। অর্থাত্ লোকসভা ভোটের আগে আন্তর্জাতিক নারী দিবসকে হাতিয়ার করেই ময়দানে যুযুধান ঘাসফুল ও পদ্মশিবির।