করোনায় গোষ্ঠীসংক্রমণ, আক্রান্ত বাড়ির পরিচারকই, জানালেন মুখ্যমন্ত্রীই
নিজস্ব প্রতিবেদন: করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে। আক্রান্ত তাঁর ঘরের পরিচারকই। হাথরসকাণ্ডের প্রতিবাদে মিছিলের পর মমতা জানান, করোনায় গোষ্ঠীসংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তাঁর বাড়ির পরিচারকই কোভিড আক্রান্ত।
এদিন মমতা বলেন,''আমরা বাড়িতে তিনজন থাকি। একটা ছেলে রয়েছে ,ও চা করে দেয়। কাল বাড়ি ফিরে দেখছি, চা দেওয়ার কেউ নেই। শুনলাম ওর করোনা হয়েছে।''
এই প্রসঙ্গেই গোষ্ঠীসংক্রমণের কথা বলেন মমতা। তাঁর কথায়,''ওরা আলাদাই থাকত। আমার বাড়ির ছেলেটি কোথাও যেত না। তবুও করোনা হয়ে গেল। করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে।''
করোনার জন্য বিজেপিকেও কাঠগড়ায় তোলেন মমতা। বলেন,''আমরা মিছিল,মিটিং করছি না। কিন্তু বিজেপি মিছিল করছে, দাঙ্গা লাগাচ্ছে, কোভিড ইনফেকশন ছড়াচ্ছে। নানা কীর্তি ওদের।''
লকডাউনের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশ। সেনিয়েও বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর কথায়,''কোভিডের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত আছি। বিজেপি তোমার বন্দুককে ভয় পাই না। তোমার গুন্ডাপার্টিকে ভয় পাই না।"