Goa: জয়ের খোঁজে সৈকত রাজ্যে মমতা
পানাজিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি গোয়াতে ক্ষমতা দখল করতে আসেননি। তিনি আসলে গোয়ার মানুষকে সাহায্য করতে এসেছেন। মমতা বলেন যে তিনি গোয়ার মানুষের বনের মত এবং গোয়ার মানুষের কষ্ট তিন আর দেখতে পারছেন না।
দিল্লির দাদাগিরি চলবে না এবং তিনি চান দেশের ফেডেরাল কাঠামো আরও শক্ত হোক।
গোয়াকে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য সম্পূর্ণ সুরক্ষা দিতে চাই বলে জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন যে তিনি চান গোয়া মাথা উঁচু করে বাঁচুক, গর্বের সাথে বাঁচুক।
গোয়াতে মমতা দাবি করেন যে তিনি মরে যাবেন কিন্তু মানুষকে বিভক্ত করবেন না। তিনি বলেন যে তিনি ভাগ করেন না। আমার ধর্মের শংসাপত্র দেওয়ার মতো কেউ বিজেপি নয় বলে জানান তিনি। তিনি আরও বলেন যে তিনি একজন গর্বিত হিন্দু।
গোয়াতে আজ তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার পেজ, নাফিসা আলি এবং মৃণালিনী দেশপ্রভু।