লক্ষ্য মতুয়া ভোট, আজ বনগাঁয় সভা মমতার
নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে মতুয়া ভোট। ঘর গোছাতে তাই আজ উত্তর ২৪ পরগনায় বনগাঁর গোপালনগর হাইস্কুলের মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। কোভিড বিধি মেনেই তৈরি মঞ্চ। বিধায়ক-সহ দলের সকলকেই আমন্ত্রণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ -এর লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। ৭টির মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে ছিল তাঁরা।
২০১৯-এর লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। সেখানে বিজেপির শক্তিবৃদ্ধিও চোখে পড়ার মতো।
সম্প্রতি বঙ্গ সফরে এসে মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সভা দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল। সভায় ২ লক্ষের বেশি মানুষ আসবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
রাজ্যে মতুয়া গোষ্ঠীভুক্ত ব্যক্তির সংখ্যা ৩ কোটিরও বেশি। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মালদার একাংশ মিলিয়ে রাজ্যে প্রায় ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।