শান্তিনিকেতনের আদলে দোল, রং-আবির-নাচে মাতল রবীন্দ্রতীর্থ
এনিয়ে টানা আট বছর। রঙের উত্সবে মাতল রবীন্দ্রতীর্থ।
এবার রবীন্দ্রতীর্থে দোল পালন করা হল শান্তিনিকেতনের আদলে।
রঙ, আবির, নাচে মাতিয়ে দিল মমতাশঙ্করের ট্রুপ।
মমতাশঙ্কর নিজেও অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে, করোনাভাইরাসের কথা মাথায় রেখে করা হয়েছিল সতর্কতামূলক ব্যবস্থা। রাখা হয়েছিল স্যানিটাইজার।