মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার পর প্রতিক্রিয়া দিলেন মনমোহন
নিজস্ব প্রতিবেদন: মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করায় খুশি মনমোহন সিং।
২০০৯ সালে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব দেয় ভারত। কিন্তু ভেটো দেয় চিন।
শেষপর্যন্ত ২০১৯ সালের ১ মে মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ। আন্তর্জাতিক চাপে আপত্তি প্রত্যাহার করতে বাধ্য হল চিন।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, এটা রূপায়িত হওয়ায় আমি খুশি।
রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করে জানিয়েছেন, ছোট, বড় সবাই হাত মিলিয়েছে। মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘে। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।