Jalpaiguri: ৫১৪ বছরে পা বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসাপুজোর...
জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের প্রাচীন পুজোগুলির মধ্যে ধরা হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির এই মনসা পুজোকে।
এবার ইংরেজি ১৮ অগস্টে রাজবাড়ির মনসামন্দিরে পূজিত হবেন দেবী। জলপাইগুড়ি রাজবাড়ির এই মনসা পুজোকে ঘিরে আজও উন্মাদনা লক্ষ্য করা যায় জলপাইগুড়ি-সহ পার্শ্ববর্তী কুচবিহার জেলার মানুষজনের মধ্যে।
মনসা পুজো উপলক্ষে রাজবাড়ি সংলগ্ন ফাঁকা জায়গায় আজও বসে মেলা। হয় রকমারি কেনাকাটা। সঙ্গে জিলিপি থেকে এই সময়ের ফাস্ট ফুডের বিকিকিনি।
রাজবাড়ির মনসা মন্দিরে কদিন ধরেই তৈরি করা হচ্ছে মা মনসার মূর্তি। শুরু থেকেই স্থানীয় মানুষের মনের সাড়া ফেলছে ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসাপুজো।
এবারের আয়োজন প্রসঙ্গে রাজপুরোহিত শিবু ঘোষাল জানান, উত্তরবঙ্গের প্রাচীন বিষহরির গান-সহ মেলা বসবে ১৮ অগস্টে, চলবে ২৩ অগস্ট পর্যন্ত।
নবদ্বীপ-সহ বাংলার বিভিন্ন জায়গা থেকে, এমনকি অসম, বিহার থেকেও এই মেলায় দোকান দিতে আসবেন অনেকে।