5no Swapnamoy Lane Premiere: পুরনো বাড়ি, পরিবার, সম্পর্ক! ফের এক আবেগী গল্প নিয়ে বড়পর্দায় পরিচালক মানসী সিনহা...

Thu, 19 Dec 2024-2:43 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনের আগেই শুক্রবার মুক্তি পেতে চলেছে মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি '৫ নং স্বপ্নময় লেন'। বুধবার ছিল সেই ছবির প্রিমিয়ার। 

পরিচালনায় মানসী সিনহা এবং ছবি প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র। ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি, সায়ন সূর্যসহ আরও অনেক শিল্পী।  

 

 

সিনেমার গল্প তৈরি হয়েছে দুই ভাইবোনকে ঘিরে, যারা তাঁদের পূর্বপুরুষের ফেলে আসা বাড়ি ফিরে পাওয়ার চেষ্টা করে। 

 

 

সেই যুদ্ধে তাঁদের পাশে এসে দাঁড়ায় এক নিঃস্বার্থ ডাক্তার, এক চতুর আইনজীবী এবং তাঁদের নিজেদের জীবনসঙ্গী। এই নিয়েই এগিয়েছে গল্প। 

 

 

গল্পটি একদিকে পুরোনো দিনের স্মৃতি নিয়ে আসে, আবার অন্যদিকে বর্তমান সময়ের বাস্তবতার মুখোমুখি করে। প্রতিটি মুহূর্তে সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গভীরতা স্পর্শ করবে দর্শকদের হৃদয়।  

 

 

ছবি সম্পর্কে মানসী সিনহা বলেন, 'আমি নিশ্চিত, যে সমস্ত দর্শক, ভালো গল্প দেখতে চান, তাঁদের এই ছবি ভাল লাগবে'।

 

 

পরিচালক আরও বলেন, 'এই ছবিতে একদিকে যেমন আবেগ রয়েছে, তেমনই সিনেম্যাটিক'। ছবি নিয়ে আশাবাদী পরিচালক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link