বিরাট শাস্তি! আগামী দু বছর ইউরোপীয় টুর্নামেন্টে নির্বাসিত ম্যান সিটি
বড়সড় ধাক্কা খেল ইউরোপের ফুটবল । চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগে নির্বাসিত হল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্নাব ম্যানচেস্টার সিটি ।
আর্থিক দুর্নীতির অভিযোগে আগামী দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে করা হল নির্বাসিত পেপ গুয়ার্দিওলার দলকে ।
ইউরোপ ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ক্লাব লাইসেন্সিং এবং ফাইনান্সিয়াল ফেয়ার প্লে-তে আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করার জন্যই ম্যানচেস্টার সিটিকে ২০২০-২১ এবং ২০২১-২২ এই দুই মরসুমের জন্য নির্বাসিত করা হয়েছে।
যার ফলে দুই মরসুম শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয় , উয়েফার কোন টুর্ণামেন্টে খেলতে পারবে না ম্যান সিটি । পাশাপাশি শাস্তি হিসেবে জরিমানা করেছে ত্রিশ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমান ২৩৩ কোটি টাকা ।
উয়েফার তরফ থেকে জানানো হয়েছে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্লাবের স্পনসর থেকে প্রাপ্ত অর্থের সঠিক তথ্য দেওয়া হয় নি ।রোজগারে তথ্যে দুর্নীতি করা হয়েছে ।
উয়েফার তরফ থেকে দাবি করা হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উয়েফার অ্যাডজুডিসেটরি চেম্বার ফিনান্সিয়াল কন্ট্রোল বড়ি ম্যান সিটিকে দু বছর নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ।
উয়েফার শাস্তি ঘোষণার পর আইনি লড়াইয়ে যাচ্ছেন ম্যান সিটির কর্তারা । তারা এই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন । উয়েফার শাস্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এর দ্বারস্থ হচ্ছেন