প্রিমিয়ার লিগে রেকর্ড গড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Fri, 10 Jul 2020-12:49 pm,

বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত ম্যান ইউ। ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইপিএল-এর পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে ইউনাইটেড।

এই নিয়ে টানা চার ম্যাচে তিন বা তার বেশি গোলে জেতার নজির গড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেফিল্ডের বিরুদ্ধে ৩-০, ব্রাইটন অ্যালবিয়নকে ৩-০, বোর্নমাউথের বিরুদ্ধে ৫-২ আর অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারাল সোলসজায়ারের দল।

সেই সঙ্গে এক মরশুমে লিগে ১৩টি পেনাল্টি পেল ইউনাইটেড। এক মরশুমে লিগে সর্বোচ্চ পেনাল্টি পাওয়ায় রেকর্ডেও ইউনাইটেড এখন ক্রিস্টাল প্যালেস (২০০৪-০৫) ও  লেস্টার সিটির(২০১৫-১৬) সঙ্গে একই আসনে রয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link