একজন নিরামিষাশী, অন্যজনের পছন্দ আমিষ, তবুও জমে উঠেছিল Raj-Mandira-র প্রেম

Sun, 04 Jul 2021-4:02 pm,

২২ বছরের দাম্পত্য জীবন, সম্প্রতি পরিচালক স্বামী রাজ কৌশলের মৃত্যুতে অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছেন মন্দিরা বেদী। একসময় বি-টাউনে রাজ-মন্দিরার প্রেম ছিল বেশ চর্চিত। সেই প্রেমের কাহিনী যেন খানিকটা  রূপকথার গল্পের মতোই...

রাজ-মন্দিরার প্রথম আলাপ হয় ১৯৯৬ সালে। পরিচালক মুকুল আনন্দের পার্টিতে আলাপ হয় তাঁদের। সেসময় রাজ মুকুল আনন্দের প্রধান সহকারী হিসাবে কাজ করতেন। 

 

পরবর্তী সময়ে পরিচালক মুকুল আনন্দের বাড়িতে প্রায়ই দেখা হত রাজ কৌশল ও মন্দিরা বেদীর। কথাবার্তায় রাজ জানতে পারেন মন্দিরা নিরামিষাশী, আর রাজ আমিষ খেতেন। তবে তাতে কী! রাজ-মন্দিরা ধীরে ধীরে একে অপরের প্রেমে হাবুডুবু খেতে থাকেন। 

মন্দিরার বাড়িতে অবশ্য বিয়ের জন্য পাত্র দেখা হয়ে গিয়েছিল, তবে সে পাত্রকে না বলে দেন মন্দিরা বেদী।  ১৯৯৯ সালের ১৪ ফেব্রুযারি পরিচালক, বন্ধু রাজ কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মন্দিরা বেদী। রাজের সঙ্গে ২২ বছরের সুখী দম্পত্য জীবন কাটাচ্ছিলেন মন্দিরা। 

রাজ-মন্দিরার একটি ৯ বছরের ছেলে রয়েছে, দম্পতি যাঁর নাম রাখেন বীর। পরে তাঁরা কন্যা সন্তান দত্তক নেন, নাম রাখেন তারা।

৫০-এর জন্মদিনে স্ত্রী মন্দিরা বেদীর উপহার দেওয়া গাড়ির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রাজ কৌশল। 

২০২১ এর শুরুতে পরিবারের সঙ্গে নববর্ষের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন পরিচালক রাজ কৌশল।

দুই ছেলে-মেয়ে ও স্ত্রী মন্দিরা বেদীকে সঙ্গে নিয়ে পরিবারের সঙ্গে সেলিব্রেট করা পরিচালক রাজ কৌশলের শেষ ক্রিসমাস।  

২০২০-র অক্টোবরে তাঁরা ৪ বছরের একটি কন্য সন্তান দত্তক নেন। নাম রাখেন তারা। দশের উপলক্ষে পরিবারের নতুন সদস্য তারার সঙ্গে আলাপ করিয়েছিলেন রাজ। লিখেছিলেন তারাকে পেয়ে তাঁর পরিবার সম্পূর্ণ হয়েছে। 

স্ত্রী মন্দিরা বেদীর সঙ্গে মর্নিং ওয়ার্ক আউটের সময় ফটোশ্যুটে পরিচালক রাজ কৌশল। 

একান্তে সেলিব্রেশনের মুহূর্তে মন্দিরা বেদী ও রাজ কৌশল। পানীয়তে চুমুক মন্দিরা ও রাজের। 

করোনা মহামারী শুরুর আগে ধনতেরাস উপলক্ষে স্ত্রী মন্দিরা বেদীর সঙ্গে এই হাসিখুশি ছবিটি পোস্ট করেছিলেন পরিচালক রাজ কৌশল। ছবিটি মন্দিরা ও রাজের বাড়িতেই তোলা হয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link