৯ এমএম কার্বাইন থেকেই মণীশকে গুলি! সিসিটিভি ফুটেজে সনাক্ত হামলাকারীদের ২ বাইক
এনআরএস মেডিক্যাল কলেজের মর্গে ময়না তদন্তের পর টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার দেহ নিয়ে তার বাড়ির পথে রওনা দিল বিজেপি কর্মীরা। পথে তাদের রাজভবন যাওয়ার কথা। মরদেহের অপেক্ষায় তুমুল উত্তেজনা রয়েছে টিটাগড়ে।
এদিকে মণীশ শুক্লার খুনের তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ফুটেজে দুটি বাইককে চিহ্নিত করা হয়েছে। একটি পালসার এবং অন্যটি রয়্যাল এনফিল্ড। তবে বাইক দুটির নম্বর ভুয়ো বলে জানা যাচ্ছে।
মণীশ শুক্লার দেহে মোট ১৪টি ক্ষত পাওয়া গিয়েছে। ৪টি বুলেট বিঁধে ছিল মণীশের মাথা, ঘাড়, বুক ও গলায়। বাকীগুলি দেহ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে।
এদিকে বিজেপি নেতাকে খুনে ৯ এমএম কার্বাইন ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে পুলিস। ফলে এরকম এক অত্যাধুনিক অস্ত্র কোথা থেকে আততায়ীরা পেল তা খতিয়ে দেখা হচ্ছ।
পুলিসের অনুমান, রবিবার সন্ধেয় মণীশের ওপরে হামলার আগে এলাকায় রেইকি করে গিয়েছিল আততায়ীরা। একেবারে পরিকল্পনা করে, পেশদার খুনি দিয়েই হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিস।
পুলিস এখন খুনের পেছনে দুটি বিষয় খতিয়ে দেখছে। একটি রাজনৈতিক এবং অন্যটি ব্যক্তিগত শত্রুতা।
-তথ্য-সুকান্ত মুখোপাধ্যায়