বাংলাদেশের বাসিন্দা নাসিরই মণীশ খুনের পাণ্ডা, মাসখানেক আগে এসেছিল এপারে
সুকান্ত মজুমদার: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে ধৃত নাসির আদতে বাংলাদেশের বাসিন্দা। কয়েক মাসে আগে এপারে আসে সে। লুকিয়েছিল পূর্বপাড়ায়।
গোটা অপারেশনের জন্য় ৪০ লক্ষ টাকা নিয়েছিল নাসির।
এফআইআরে নাম থাকা বাটুল, নাসিরের ভাই। বাটুলই কার্বাইন চালিয়েছিল। মণীশ খুনে কোটি টাকার উপরে রফা হয়েছিল বলে সূত্রের খবর।
ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল আগ্নেয়াস্ত্র। এছাড়াও একাধিক পিস্তল এসেছে বিহার, ও মেটিয়াবুরুজ থেকে। মণীশের সঙ্গে থাকতেন সশস্ত্র দেহরক্ষী। তাই বেশি করে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল। তবে ঘটনার দিন মণীশের সঙ্গে দেহরক্ষী না থাকায় কার্বাইন দিয়েই কাজ হাসিল করা হয়।
নাসিরই গোটা অভিযানের পরিকল্পনা করেছিল। তার সঙ্গে ছিল ১৮-২০ জনের দল। মণীশের ২ নিরাপত্তা রক্ষীকে জেরা করছে সিআইডি।