দেশের সব গ্রামে বিদ্যুত্ পৌঁছে দিয়েছে সরকার, ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী
তাঁর মাসিক রেডিও ভাষণ ‘মন কি বাত’-এ দেশবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। রবিবার ছিল তাঁর এই অনুষ্ঠানের ৫১তম অনুষ্ঠান। দেশবাসীর জন্য স্বাস্থ্যবিমা আয়ূষমান ভারত ছাড়াও এসিয়াডে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য, বহুকিছু উঠে এল তাঁর কথায়।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে ভারতের প্রত্যেকটি গ্রাম বিদ্যুত্ পৌঁছে গিয়েছে।
দেশবাসীর জন্য আয়ূষমান ভারত স্বাস্থ্যবিমা চালু করেছে সরকার।
১৫৯ দিন বিশ্ব পরিক্রমা করেছেন পুণের তরুণী বেদাঙ্গী কুলকার্নি(২০)। তাঁর কথা মন কি বাত-এ উল্লেখ করলেন মোদী।
প্রয়াগরাজে কুম্ভমেলায় যোগ দিতে আহ্বান জানালেন মোদী। মেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও ডাক দিলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর আরও বলেন, বিশ্ব এখন স্বীকার করছে, ভারত তার নাগরিকদের দ্রুত দারিদ্রসীমার ওপরে তুলে আনছে।
এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। জানালেন প্রধানমন্ত্রী।