Hathras Satsang Stampede: সেই হাথরসে পুণ্যের খোঁজে গিয়ে বেঘোরে মৃত ১১৬, প্রশ্নে প্রশাসন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে হাথরসে মর্মান্তিক দুর্ঘটনা। শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি। ইতোমধ্যেই এক স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২।
বহু মহিলা-সহ শিশু বেঘোরে প্রাণ হারিয়েছে।
ইনি হলেন নারায়ণ সাকার হরি, যিনি মহাবদেবের ধর্মোপদেশ দিতে এসেছিলেন হাথরসে। সূত্রের খবর, ১০ থেকে ১২ বছর আগে, তিনি খোদা কলোনি, নয়ডা থেকে ৫ জন সেবক নিয়ে ব্যবসা শুরু করেছিলেন।
উত্তরপ্রদেশ সরকার মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
অন্যদিকে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, 'এই দুঃসময়ে সমালোচনা না করে সরকারের পাশে থাকা উচিত'।
আজ সন্ধ্যেতে লোকসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, 'উত্তরপ্রদেশের হাথরসে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমি এই হাউসের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি যে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হবে।'
#WATCH | Prime Minister Narendra Modi says, "There are reports of many people dying in the stampede in Hathras, Uttar Pradesh. I express my condolences to those who lost their lives in this accident. I wish for the speedy recovery of all the injured. The administration is engaged… pic.twitter.com/UasFmME0br
— ANI (@ANI) July 2, 2024