দুঃসময়ে গরিব মানুষের সাহায্যে ফুটবলের রাজপুত্র, মারাদোনা উত্সর্গ করলেন প্রিয় জিনিস
ফুটবলের রাজপুত্র তিনি। এমন দুঃসময়ে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে না এলে হয় ! আর কে না জানে, মারাদোনা বড় মনের মানুষ। তাই করোনার এই আবহে বুয়েনস আইরেসের দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য বড়সড় পদক্ষেপ নিলেন দিয়েগো মারাদোনা।
১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা আর্জেন্টিনার যে জার্সি পরে খেলেছিলেন, সেটির রেপ্লিকা নিলামে তোলা হয়েছে। সেই জার্সিতে মারাদোনার সই করা রয়েছে। লটারির মাধ্যমে নিলাম হবে।
মারাদোনা সেই জার্সিতে লিখেছেন, এই বিপদ আমরা ঠিক কাটিয়ে উঠব। এই জার্সি নিলাম থেকে যে অর্থ উঠবে তা সাধারণ মানুষদের জন্য খাবার, মাস্ক ইত্যাদি কিনতে ব্যহৃত হবে।
১৯৮৬ বিশ্বকাপ মারাদোনার বিশ্বকাপ বললে ভুল বলা হবে না। সেবার মোট পাঁচটি গোল করেছিলেন তিনি। প্রমাণ করেছিলেন নিজের শ্রেষ্ঠত্ব। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ২—১ গোলে জয়ে দুটি গোলই করেছিলেন তিনি। যার মধ্যে একটি হ্যান্ডস অফ গড। অন্যটি ফুটবল বিশ্বে গোল অফ দ্য সেঞ্চুরি হিসাবে পরিচিত।
করোনার প্রকোপ কমাতে সারা বিশ্বে বহু দেশে লকডাউন চলছে। এই সময় সব থেকে সমস্যায় পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষরা। ক্রীড়াবিদরা নিজেদের প্রিয় সরঞ্জাম নিলামে তুলে অর্থ সংগ্রহ করে দুঃস্থ মানুষদের সাহায্যের চেষ্টা করছেন। মারাদোনাই বা বাদ যাবেন কেন! এবার মানুষ মানুষের জন্য গান গাইতে গাইতে তিনিও নেমে পড়লেন।